মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

রূপালী ব্যাংক : কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আধুনিক ও সময়োপযোগী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রূপালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় ‘কিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করা হয়েছে। গত শনিবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে নতুন এই সিস্টেম উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। প্রধান কার্যালয়ের জিএম মো. গোলাম মরতুজার সঞ্চালনায় অনুষ্ঠানে জিএম পারসুমা আলম, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান, ফয়েজ আলম, উত্তম কুমার পাল, কাজী ওয়াহিদুল ইসলাম, হারুনুর রশীদ এবং মতিঝিল করপোরেট শাখার ডিজিএম মো. নিজাম উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়