মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

রামগঞ্জে শিক্ষার্থীরা পেল শীতবস্ত্র

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রামগঞ্জ (ল²ীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপির পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ঢাকাস্থ কেএসবি ফ্যাশন ওয়্যার এমডি হাজি মো. কামাল হোসেন। গত শনিবার দুপুরে অত্র বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে ১ হাজার ৫০০ জন শিক্ষার্থীর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কেএসবি ফ্যাশন ওয়্যারের এমডি হাজি মো. কামাল হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে নতুন শীতবস্ত্র তুলে দেন সংসদ সদস্য ড. আনোয়ার খান।
এ সময় উপস্থিত ছিলেন- রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, থানার ওসি এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, পৌর কাউন্সিলর ফয়সাল মাল, রামগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, ইছাপুর ইউপির চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান শাহনাজ বেগম, সাংবাদিক জাকির হোসেন মোস্তান, মনির হোসেন বাবুল, পাটোয়ারী হোসেন শরীফ, হালিম খান লিটনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথমদিন নতুন শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়