মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

রাবি শিক্ষার্থীর মৃত্যুতে দায়ীদের শাস্তি দাবি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ মিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে এক বিক্ষোভ-মানববন্ধনে এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সোহাগের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
এর আগে গত শুক্রবার সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ন্যাশনাল ট্রাভেলস দুর্ঘটনার শিকার হয়। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয় বাসটি।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন নিহত হন। নিহতের মধ্যে রাবি শিক্ষার্থী সোহাগ মিয়াও ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছিলেন অন্তত ২০ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়