মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি : বিআইডব্লিউটিএর সিবিএ সভাপতির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিবিএ সভাপতি মো. আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে এ মামলা দায়ের করা হয়। গতকাল রবিবার বাদীপক্ষের আইনজীবী মো. শাহ আলম বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বায়ক মো. ওসমান গণি বাদী হয়ে এ মামলা করেন।
জানা যায়, আবুল হোসেনসহ অজ্ঞাত আসামিরা বঙ্গবন্ধু ও তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় শ্রমিক লীগের নেতাদের অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। আসামি আবুল বলতে থাকে, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছি তো কী হয়েছে? এ রকম আরো নানা কথা বলে বাদী ওসমানীকে মারতে উদ্যত হয়।
আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা বাদীকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়