মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

প্রথমবার ওয়েব ফিল্মে বুবলী

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : এখন ওটিটি’তে বড় পর্দার অনেক শিল্পীই কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই ছবির নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। নাম ‘টান’। পরিচালনা করছেন রায়হান রাফি। বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। ঢাকার লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং। ‘টান’-এর মাধ্যমে ছবির পরিচালক ও সহশিল্পীর সঙ্গেও প্রথম কাজ বুবলী। প্রথম ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘ছবির গল্প, পরিচালক ও সহশিল্পী দেখেই কাজটি করছি। যখন কাজটির জন্য প্রস্তাব পেলাম, সবকিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট। সিয়াম আহমেদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম সহশিল্পীকে কমফোর্ট জোন দেয়ার চেষ্টা করেন, ভালো কাজে উৎসাহিত করেন তিনি। রাফি ভাই এ সময়ের একজন পরীক্ষিত পরিচালক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো ভালো কাজ দিচ্ছেন দর্শকদের।’ কনটেন্টটি ওয়েবের জন্য তৈরি হলেও আগে সিনেমা হলে মুক্তির কথা আছে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এর শুটিং। ‘টান’-এ আরো অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা, সোহেল মণ্ডল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়