মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

পুঠিয়ার বেলপুকুরিয়া ইউপি : মাঠের লড়াইয়ের পরাজয় ঠেকাতে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : পঞ্চম ধাপে অনুুষ্ঠিতব্য রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনকে ঘিরে ইউনিয়নটিতে বিচ্ছিন্নভাবে হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে। জমজমাট প্রচারণার শেষদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাসায় স্বয়ং ক্ষমতাসীন দলের প্রার্থী দলবল নিয়ে হাজির হয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া টানা চারবার নির্বাচিত চেয়ারম্যানকে নৌকার মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ নতুন মুখ বেছে নেয়ায় প্রশ্ন উঠেছে। জানা গেছে, পুঠিয়ার বেলপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। নৌকার প্রার্থী রাজিবুল হকের শক্ত প্রতিপক্ষ চারবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ হারানো প্রবীণ নেতা বদিউজ্জামান বদি। এছাড়া সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপি সমর্থিত আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাকিব (মোটরসাইকেল)। সূত্র জানায়, ইউনিয়নটিতে মোট ১৩টি ভোটকেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ। ফলে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। তাদের বৈঠক হয়েছে কয়েক দফায়। সরকারদলীয় এ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি গত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনও করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাকিব। তিনি অভিযোগ তোলেন, পদে পদে বাধা সৃষ্টি করছেন নৌকার প্রার্থী। যে কারণে নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়েই শঙ্কিত তিনি। ৃএ বিষয়ে বদিউজ্জামান বদি জানান, তার প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়েছে। ভয়ভীতি দেখানো হয়েছে তার লোকজনকে। শেষ পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে জনগণ আবারো তাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। এ ব্যাপারে অভিযুক্ত নৌকার প্রার্থী রাজিবুল হক বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। আমি কাউকে হুমকি দেইনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, সুষ্ঠু ভোটগ্রহণে আমরা প্রস্তুত। যদিও কিছু অভিযোগ পেয়েছি। তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়