মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

নাটোরের আইনজীবী আমজাদ হোসেন আর নেই

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোর জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী আমজাদ হোসেন (৭০) মারা গেছেন। গতকাল রবিবার দুপুর ২টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আকস্মিকভাবে অসুস্থ হওয়ার পর তিনি ঢাকার ইবনে সিনা ও বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৮৪ সালে তৎকালীন লালপুর উপজেলা আদালতে আইন পেশা শুরু করেন। পরে উপজেলা আদালত বিলুপ্ত হলে তিনি নাটোর জেলা জজ আদালতে আইন পেশায় যুক্ত হন। মৃত্যু পর্যন্ত তিনি নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) নাটোর শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
আজ সোমবার সকাল ১০টায় নাটোর জজকোর্ট জামে মসজিদ ও বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়