মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

জনতা ব্যাংক : সব শাখায় দেয়া যাবে নেসকোর বিদ্যুৎ বিল

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গ্রাহকদের অধিকতর সুবিধা দিতে জেবি ইউটিলিটি বিল ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় জনতা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় এখন থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) বিদ্যুৎ বিল দেয়া যাবে। গত ৩০ ডিসেম্বর ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে রাজশাহীর হেতেমখাঁন শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, মো. কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, প্রধান কার্যালয়ের জিএম মাসফিউল বারী ও মো. নুরুল ইসলাম মজুমদার, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম তাপস কুমার মজুমদার এবং নেসকোর নির্বাহী পরিচালক সৈয়দ গোলাম আহম্মাদসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়