নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমে ১৯ টাকা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে নতুন করে বিভিন্ন জাতের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পুরনো ইন্দোর জাতের পেঁয়াজের দাম দুই টাকা কমে ১৯ টাকা হয়েছে। হিলি স্থলবন্দর সূত্র জানায়, বন্দরে মাত্র একদিনের ব্যবধানে আবারো পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম দুই টাকা কমে ১৯ টাকা হয়েছে। নতুন ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে।
এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, বাজারে দেশীয় পেঁয়াজ আসতে থাকায় ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কমেছে।
পাশাপাশি মিয়ানমার থেকেও পেঁয়াজ আসছে। যার মান দেশীয় পেঁয়াজের মতোই। নতুন করে পেঁয়াজের আমদানির অনুমতি বন্ধ থাকলেও আগের অনুমতিতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। যার কারণে দেশের বাজারে এ মসলাপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমতির দিকে রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এ ব্যাপারে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়