নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

রেকর্ড কোভিড রোগী নিয়ে অস্ট্রেলিয়ার বছর শুরু

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সংক্রমণ বাড়ায় রেকর্ড কোভিড রোগী নিয়ে নতুন বছর শুরু করেছে অস্ট্রেলিয়া। হাসপাতালে রোগী ভর্তি বাড়তে থাকায় নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ উপসর্গ নেই এমন ভাইরাস আক্রান্ত স্বাস্থ্যসেবাকর্মীদের আইসোলেশন বিধিও শিথিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া গত শনিবার রেকর্ড দৈনিক শনাক্তের কথা জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিউ সাউথ ওয়েলসে নতুন ২২ হাজার ৫৭৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, ভিক্টোরিয়ায়ও ৭ হাজার ৪৪২ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।
শনিবার নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ কোভিড সংক্রান্ত আরো ৪ মৃত্যুর খবর নিশ্চিত করেছে, ভিক্টোরিয়ায় মৃত্যু হয়েছে ৯ জনের। সব মিলিয়ে মহামারি দেশটিতে ২ হাজার ২৫০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটোরির তথ্য যুক্ত হওয়ার আগেই শনিবার অন্যান্য রাজ্যের মিলিত শনাক্ত দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৬১ জনে, যা দেশটির ক্ষেত্রে নতুন রেকর্ড, আগের দিন শুক্রবার অস্ট্রেলিয়া ৩২ হাজার ৯৪৬ রোগী শনাক্তের কথা জানিয়েছিল।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বাদে দেশটির সব রাজ্যই বিপুলসংখ্যক মানুষকে টিকা দেয়ার পর ভাইরাসকে সঙ্গী করে পথচলার কৌশল নেয়, তারই অংশ হিসেবে বিধিনিষেধ শিথিল হয়, বাড়তে থাকে রোগীর সংখ্যা।
বড়দিনের পর গত এক সপ্তাহে নিউ সাউথ ওয়েলসে রোগীর সংখ্যা ৬ হাজার ২৮৮ থেকে বাড়তে বাড়তে তিনগুণ পেরিয়ে গেছে। হাসপাতালে ভর্তিও বেড়েছে দ্বিগুণের বেশি, ভর্তি রোগী ৩৮৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০১-এ। নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রায় ৫০ শতাংশ বেড়ে ৭৯ জনে পৌঁছেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়