নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

মহম্মদপুরে স্বেচ্ছাশ্রমে খাল খনন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মহম্মদপুর উপজেলা সদরের রায়পাশা এলাকায় স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার খাল খনন করেছেন গ্রামবাসী। গত শুক্রবার সকালে গ্রামের সর্বস্তরের প্রায় শতাধিক মানুষ দলবেঁধে এই খাল খননের কাজে যোগ দেন। খাল খনন করে ঘোপ বাঁওড়ের পানি পার্শ্ববর্তী মধুমতিতে বের করার লক্ষ্যে গ্রামবাসী উদ্যোগ গ্রহণ করেন। জানা যানা যায়, ঘোপ বাঁওড়ের কৃষিজমিতে পানি জমে থাকায় বীজ রোপণে ব্যাহত হচ্ছে এলাকার প্রায় ৭-৮টি গ্রামের কৃষকদের। একমাত্র সম্বল এই কৃষি জমির পানি সরিয়ে চাষাবাদের উপযোগী করে গড়ে তুলতে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার খাল খনন করে ঘোপ বাঁওড়ে জমে থাকা পানি পার্শ্ববর্তী মধুমতি নদীতে বের করার জন্য এই উদ্যোগ নেয় এলাকাবাসী। সে অনুযায়ী খাল খনন করা হয়। আমাগীতেও দফায় দফায় খাল খনন করা হবে বলে জানান ঘোপ বাঁওড় পাড়ের বাসিন্দা শেখ আজগর আলী এবং নুর আলম শেখ নামের দুই উদ্যোক্তা যুবক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়