নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

টঙ্গী সফিউদ্দিন একাডেমি : শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও নবীনবরণ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

টঙ্গী প্রতিনিধি : টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতীকী নতুন বই বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার বিকালে প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ভাষাসৈনিক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, গভর্নিং বডির সদস্য মানসুরুল ইসলাম মিলন। বক্তব্য রাখেন অধ্যক্ষ মনিরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল এবং ইয়াসমিন নাহার প্রমুখ। শিক্ষাপ্রতিষ্ঠানটি এসএসসির ফলাফলে যে সফলতা পেয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ এককভাবে সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে। এটা সত্যিই আনন্দদায়ক। এই সাফল্য ইতোপূর্বে টঙ্গীর অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অর্জন করতে পারেনি। বিগত সময়ে এই প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তার অংশগ্রহণ ও সহযোগিতার কথা উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদক ও ধূমপান থেকে বাঁচাতে শিক্ষক-অভিভাবকসহ সবার দৃষ্টি রাখতে হবে। পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়