নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

এ মৌসুমে বরিশালে ৭১ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম কে রানা, বরিশাল থেকে : বরিশালে চলতি রবি মৌসুমে প্রায় ৭১ হাজার হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় ১৫ লক্ষাধিক টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যে মাঠে কাজ করছেন কৃষকরা। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ২৮ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ সম্পন্ন হওয়ায় ধীরে ধীরে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তবে দেশের অন্যান্য এলাকার তুলনায় বরিশাল কিছুটা নিচু হওয়ার পাশাপাশি বর্ষা বিলম্বিত হওয়ায় জমিতে পানি আটকে রয়েছে। জমিতে অতিমাত্রায় আদ্রতা বিরাজ করায় রবি ফসলের আবাদও বিলম্বিত হয়। পাশাপাশি বিলম্বিত বর্ষার কারণে এ অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন ধান উঠতেও বিলম্ব ঘটায় শাকসবজিসহ রবি ফসল আবাদও বিলম্বিত হয়ে থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে বরিশালে প্রায় ১২ লাখ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে। এর মধ্যে শুধু সাড়ে ৩ লাখ হেক্টরে বোরো ধান আবাদের মাধ্যমে ১৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকা হওয়ায় এখানো শুধু বীজতলা তৈরির লক্ষ্যে মাঠে কাজ শুরু করতে যাচ্ছেন কৃষকরা। তবে বরিশাল অঞ্চলের কৃষকরা এখন ব্যস্ত রয়েছে শীতকালীন সবজি আবাদে। চলতি রবি মৌসুমে কৃষি মন্ত্রণালয় দেশে ৯ লাখ ৪৮ হাজার হেক্টর জমিতে আবাদের মাধ্যমে ২ কোটি ১৯ হাজার টন শীতকালীন সবজি উৎপাদন লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে শুধু বরিশাল কৃষি অঞ্চলেই প্রায় ৭১ হাজার হেক্টরে আবাদের মাধ্যমে ১৫ লক্ষাধিক টন সবজি উৎপাদনের লক্ষ্যে কাজ করছেন কৃষকরা। লালশাক, পালংশাক, শিম, পটোল, ফুলকপি, বাঁধাকপি, শালগম, গাজর, মুলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি বাজারে আসছে। তবে এর বাইরে লাউসহ বেশ কিছু সবজি যা বার মাসই আবাদ ও উৎপাদন হচ্ছে, তাও বাজারে রয়েছে।
কিন্তু শীতকালীন সবজি আবাদ বিলম্বিত হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবজি বরিশাল অঞ্চলের বাজারে আসছে। ফলে পরিবহন ব্যয়জনিত কারণে দামও কিছুটা চড়া। আগামী ১৫ দিনের মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বাজারে আসতে শুরু করলে তার ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন বরিশালের পাইকারি সিটি মার্কেটের সবজির আড়তদাররা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রের মতে, দেশে গত বছর ১ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টনের মতো শীতকালীন সবজি উৎপাদন হয়েছে। এ বছর তা ২ কোটি টনের ওপর হওয়ার কথা। এতে করে অভ্যন্তরীণ বাজারের পূর্ণ চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি বাজার আরো সম্প্রসারিত হবে। আগামীতে এ বাজার আরো সম্প্রসারণের লক্ষ্যে সরকার দেশে সবজি আবাদে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান জানিয়েছেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট বারী মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমের মাধ্যমে অন্য সব ফসলের মতো বিভিন্ন ধরনের শীতকালীন সবজিরও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। ফলে কম জমিতে অধিক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এতে করে একদিকে কৃষকরা লাভবান হচ্ছেন, অপরদিকে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ ঘটছে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়