পরিকল্পনামন্ত্রী : দেশে রাজনীতিবিদের চেয়ে আমলাতন্ত্রের দাপট বেশি

আগের সংবাদ

শ্যামল দত্ত’র প্রত্যয় : চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ভোরের কাগজ

পরের সংবাদ

শ্রীমঙ্গলে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল শাখার বিংশতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ¦ালনের পর সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট মকবুল হোসেন ও সহ সাধারণ সম্পাদক সংগীতা ইমাম।
এর আগে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব ও সাধারণ সম্পাদক প্রসঞ্জিত রায় বিষু। পরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় সংগঠনের শতাধিক সদস্য ছাড়াও অতিথিরা উপস্থিত ছিলেন। দুপুরে আয়োজন করা হয় সম্মেলনের কার্যক্রম। পরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়