পরিকল্পনামন্ত্রী : দেশে রাজনীতিবিদের চেয়ে আমলাতন্ত্রের দাপট বেশি

আগের সংবাদ

শ্যামল দত্ত’র প্রত্যয় : চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ভোরের কাগজ

পরের সংবাদ

মান্দায় অসুস্থ মহিষ জবাই করায় জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : মান্দায় অসুস্থ মহিষ জবাই করে মাংস বিক্রির দায়ে শাহাদাত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহাদাত হোসেন উপজেলার কুশুম্বা ইউপির ছোট বেলালদহ গ্রামের মৃত ছবরা মণ্ডলের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক ৫ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, শাহাদাত হোসেনের পালিত মহিষ দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল। চিকিৎসা করেও সুস্থ না করতে পেরে মহিষটি মাংস বিক্রির উদ্দেশ্যে জবাই করেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক জানান, মহিষটির পায়ের সমস্যা থাকায় দীর্ঘদিন অসুস্থ ছিল। অনুমতি না নিয়ে জবাই করায় মালিককে জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়