পরিকল্পনামন্ত্রী : দেশে রাজনীতিবিদের চেয়ে আমলাতন্ত্রের দাপট বেশি

আগের সংবাদ

শ্যামল দত্ত’র প্রত্যয় : চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ভোরের কাগজ

পরের সংবাদ

ভ্যানচালককে ঘর দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় খায়ের আহমদ (৪৫) নামের হতদরিদ্র ভ্যানচালককে নিজস্ব অর্থায়নে দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর উপহার দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু। গত বুধবার বিকালে ঘরের চাবি তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
জানা যায়, দোহাজারী পৌরসভার হতদরিদ্র ভ্যানচালক খায়ের আহমদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আয়-রোজগার বন্ধ। বাড়ি তৈরি করার কোনো সহায়-সম্বলও নেই তার। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসলেও ঘরটি মেরামত করতে পারছিলেন না। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু ওই পরিবারের দুঃখ-দুর্দশা দেখে তাকে সেমিপাকা ঘর করে দেন। মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করছেন। তার আদর্শ ধারণ করে প্রতিটি বিত্তশালী এভাবে এগিয়ে এলে দেশের মানুষ আর কষ্টে থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলাল হোসেন মিঠু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য এসএম জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সেলিম উদ্দীন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়