পরিকল্পনামন্ত্রী : দেশে রাজনীতিবিদের চেয়ে আমলাতন্ত্রের দাপট বেশি

আগের সংবাদ

শ্যামল দত্ত’র প্রত্যয় : চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ভোরের কাগজ

পরের সংবাদ

দুমকিতে অভিযান : অবৈধ জাল উদ্ধার ৪ জেলের কারাদণ্ড

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করার সময় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। এ সময় চার জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল শুক্রবার পায়রা নদীতে এ অভিযান চালানো হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো- পাংগাশিয়ার আনসার (৫৫), বেল্লাল হাওলাদার (৪২), কালাম (৩০) ও নুরুল হক খন্দকার (৪৬)।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর মিয়া জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মোবাইল কোর্ট চালিয়ে প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা মূল্যের তিনটি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ফেলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ জানান, চারজন জেলেকে আইন অমান্য করায় দণ্ডবিধি ১৮৮ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়