পরিকল্পনামন্ত্রী : দেশে রাজনীতিবিদের চেয়ে আমলাতন্ত্রের দাপট বেশি

আগের সংবাদ

শ্যামল দত্ত’র প্রত্যয় : চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ভোরের কাগজ

পরের সংবাদ

ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষার ফলাফল

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশের বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ বছর এসএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২০ জন জিপিএ-৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
এর মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৫২ পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। জিপিএ-৪ পেয়েছে ১ জন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৮ পরীক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪৮ জনই। মির্জাপুর ক্যাডেট কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। জিপিএ-৪ পেয়েছে ২ জন। রাজশাহী ক্যাডেট কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫১ জন। সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫১ জনই।
সিলেট ক্যাডেট কলেজের ৫৭ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রংপুর ক্যাডেট কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ৫২ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫২ জনই। বরিশাল ক্যাডেট কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ জন। ৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে। পাবনা ক্যাডেট কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৫ জনই।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জন। সবাই জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা ক্যাডেট কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন, জিপিএ-৪ পেয়েছে ১ জন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৭ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫০ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য ১২টি ক্যাডেট কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৬২৪ জন। কৃতকার্য হয়েছে ৬২৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৬২০ জন। জিপিএ-৪ পেয়েছে ৪ জন। আইএসপিআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়