পরিকল্পনামন্ত্রী : দেশে রাজনীতিবিদের চেয়ে আমলাতন্ত্রের দাপট বেশি

আগের সংবাদ

শ্যামল দত্ত’র প্রত্যয় : চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ভোরের কাগজ

পরের সংবাদ

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ : সিঙ্গাপুর রেমিট্যান্স প্রেরণ উত্তোলনে চুক্তি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্র্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর এবং মানিগ্রাম ইন্টারন্যাশনালের মধ্যে বিশ্বের প্র্রায় ২০০টি দেশের রেমিট্যান্স প্রেরণ ও উত্তোলনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর-পরবর্তী অগ্রণী ব্যাংক এবং মানিগ্রামের মাধ্যমে সফলভাবে দেশে রেমিট্যান্স প্রেরণ ও উত্তোলন বিষয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। তিনি বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে অগ্রণী ব্যাংক এবং মানিগ্রামের এ ধরনের চুক্তি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক সন্তোষ প্র্রকাশ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেন রেমিট্যান্স ডিভিশনের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম, সহকারী মহাব্যবস্থাপক শ্যামল চন্দ্র মহাতœম, মানিগ্রাম ইন্টারন্যাশনালের হেড অব সাউথ এশিয়া এন্ড এশিয়া প্যাসিফিক রিজ সোহেল আহমেদ ও রিজিওনাল হেড অব নর্থ এশিয়া এন্ড সিঙ্গাপুর মি. স্যাম ডারমাওয়ান এবং অগ্রণী এক্সচেঞ্জ হাউজ এবং সিইও এন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়