এবার রাজধানীতে গাড়িচাপায় সাইকেল আরোহী নিহত

আগের সংবাদ

প্রতিকারহীন মৃত্যুর মিছিল!

পরের সংবাদ

হানাদারমুক্ত দিবসে সাংস্কৃতিক উৎসব ঠাকুরগাঁওয়ে

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : হানাদারমুক্ত দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাঁওতাল, ওঁড়াও, পাহান, মাহালী, মুশহর, কড়া, তুরি ও ভুনজার সম্প্রদায়ের সমন্বয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সদর উপজেলার আকচা ইউনিয়নের লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিওর আয়োজনে অনুষ্ঠানে ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ডের ডেপুটি হেড অব কোপারেশন কোরিন এইচ পিয়ানি, হেকস্-ইপারের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ডের প্রোগাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুনা প্রমুখ। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল, ওঁড়াও, পাহান, মাহালী, মুশহর, কড়া এবং তুরি সম্প্রদায়ের মধ্যে সংগঠক সম্মাননা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বন্ধু সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে দুপুরে ‘সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিবর্তনের ধারার ওপর অনুষ্ঠিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে অংশ নেন হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রশিদ পলাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. তাজুল ইসলাম। সঞ্চালনা করেন ইএসডিওর কর্মকর্তা মো. সুজন খান। অনুষ্ঠানে ইএসডিওর সব কর্মী, শিক্ষক, সাংবাদিক শুভানুধ্যায়ী এবং সহযোগী প্রতিষ্ঠানের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটার দিকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক মেলায় অংশগ্রহণকারী ৮টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীরা।
শুরুতেই সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, হেক্স-ইপারের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৭টায় ইএসডিওর পক্ষ থেকে ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারমুক্ত দিবস উপলক্ষে অপরাজেয় ’৭১-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়