এবার রাজধানীতে গাড়িচাপায় সাইকেল আরোহী নিহত

আগের সংবাদ

প্রতিকারহীন মৃত্যুর মিছিল!

পরের সংবাদ

পলাতক যুদ্ধাপরাধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : শাহরিয়ার কবির, সভাপতি, নির্মূল কমিটি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, বেশ কয়েকজন আলোচিত যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা বেশির ভাগই এখন বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনতে সরকার একটি তদারকি সেল গঠন করেছে। এর আগে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতেও একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন হয়েছিল। এই টাস্কফোর্স যেমন অকার্যকর ভূমিকা পালন করছে, তেমনি পলাতক দণ্ডিত রাজাকারদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তদারকি সেলও অকার্যকর ভূমিকা পালন করছে। এই কমিটি শুধু কাগজ-কলমে, তাদের কোনো কার্যক্রম লক্ষ্য করা যায় না। তাই বলা যায়, পলাতক যুদ্ধাপরাধীরা নিরাপদেই আছে। আর এসব আসামি গ্রেপ্তার না হওয়ায় ইতিমধ্যে দেশে-বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়