এবার রাজধানীতে গাড়িচাপায় সাইকেল আরোহী নিহত

আগের সংবাদ

প্রতিকারহীন মৃত্যুর মিছিল!

পরের সংবাদ

দুই দিনের প্রশিক্ষণ : আজকের শিশু আগামী দিনের সাংবাদিক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, আজকের শিশুই আগামী দিনের সাংবাদিক।
শিশুদের জগত এখন অনেক বড়। আজ তোমরা দুই দিনের প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যম সম্পর্কে যে ধারণা পেলে তা আগামী দিনের চলার পথে সহায়ক হবে।
তিনি বলেন, প্রশিক্ষণে তোমাদের অনেক কিছু জানা হলো, শেখা হলো।
এটাই শেষ নয়, আরো জানতে হবে। দিগন্ত আরো প্রসারিত করতে হবে। পিআইবি তোমাদের পাশে রয়েছে।
শিশু সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি। গতকাল শনিবার সেমিনার কক্ষে আয়োজিত ‘শিশু ও নারী উন্নয়নবিষয়ক রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন জাফর ওয়াজেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সনদ বিতরণ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির পরিচালক প্রশাসন আফরাজুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়