পাসপোর্ট ডিজির সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগের সংবাদ

ই-কমার্স গ্রাহকের টাকার কী হবে

পরের সংবাদ

জাগছে প্রকৃত মানুষ

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বোবা হয়ে আছি।

বোবা থাকা ভালো নয়
তবু, বোবা হয়ে থাকি।

চারপাশে কত ঝঞ্ঝাট কত আশাহীনতা
বিদগ্ধ জলরাশি
অথচ, শরীর রাখে না শরীর, মাটি হয়ে যায়
মানুষ শিখেনি সেসব, কেবল উজবুক থেকে যায়…

প্রতিদিন কত কথা, কত নিবেদন এসে ভিড় করে, তাদের জানু পেতে দিই
সেসব কালের কলসে লেখা কণ্ঠস্থিত মেমোস
জগৎ তাকে তরঙ্গ বলে জানে…!

আমার প্রেম কলাবতী মেঘ
চিরদিন তরজমা হাওয়ার, সৌরভের
সবুজ হিমবরণ পাখি সে, দেহ কুরে খায়

ভালোবাসি মানুষ
ভালোবাসি সবুজ সংসার
সমগ্র পৃথিবীই আমার সম্প্রদায়
ধর্মের ষাঁড় যারা, যারা অধর্মের অন্ধকার
গুঁজে দেয় প্রতি পলে পলে, আমি তাদের দিকে চিরদিন তীব্র, তীক্ষè ঘৃণার তীর ছুড়ে দিই

বোবা হয়ে আছি
বোবা থাকা ভালো নয়

মানুষেরা জেগেছে, জাগছে
অন্ধকার ছুড়ে ফেলে দিয়ে অই আসছে
প্রকৃত মানুষ…!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়