রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা আনার চ্যালেঞ্জ : সংশোধিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাস হতে পারে জানুয়ারি মাসে

পরের সংবাদ

পাসপোর্ট ডিজির সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরীর সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁয়ে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মহাপরিচালক বাংলাদেশের ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা, ই-গেটসহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে ব্রাজিলের রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম পরিদর্শন করেন। মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে তিনি রাজধানীর উত্তরায় অবস্থিত পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স পরিদর্শন করেন। ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান ব্রাজিলের রাষ্ট্রদূতকে এ সময় অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ই-পাসপোর্ট প্রিন্টিং,ই-পাসপোর্ট বুকলেট তৈরিকরণসহ ওই কমপ্লেক্সের অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবগত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়