রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা আনার চ্যালেঞ্জ : সংশোধিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাস হতে পারে জানুয়ারি মাসে

পরের সংবাদ

কত নাঈম এভাবে প্রাণ দেবে?

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ময়লার গাড়িতে চাপা পড়ে প্রাণ যায় নটর ডেম কলেজের ছাত্র নাঈমের। নাঈম কিন্তু এত ছোট না, যে উল্টাপাল্টা পথ চলছিল। নাঈম কলেজে পড়ুয়া ছেলে, যথেষ্ট বড়। ১৭ বছর বয়স তার। তাহলে কেন এই প্রাণহানি? আসল দোষ কার? নাঈম না-কি চালকের? এখানে প্রত্যক্ষ দোষ চালকের হলেও মূল দোষ কর্তৃপক্ষের ঘাড়েই পড়ে। কারণ তারা বৈধ বা নিয়োগপ্রাপ্ত চালক দেননি যার জন্য পরিচ্ছন্নতাকর্মী গাড়ি চালাতে বাধ্য হয়েছেন। পরিচ্ছন্নতাকর্মীর কি গাড়ি চালানোর যথেষ্ট জ্ঞান থাকে? যদি থাকত, তাহলে তো প্রাণহানি হতো না। অকালে ঝরত না একটি তাজা প্রাণ। আমরা হারাতাম না এক আলোর পথযাত্রী, আগামী দিনের স্বপ্ন নাঈমকে। তাই পরিচ্ছন্নতাকর্মী নয়, ময়লার গাড়ি প্রকৃত চালকই চালাক যাতে আর কোনো নাঈমের প্রাণ না যায়। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি- তারা যেন বিষয়টি তদন্ত করে কেন পরিচ্ছন্নতাকর্মী চালাল ময়লার গাড়ি? আর যদি দক্ষ চালক না থাকে, তাহলে অতি দ্রুত যেন চালক নিয়োগের ব্যবস্থা করেন।

কারু নিহারা : সদরঘাট, ঢাকা।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়