মেডিকেল বোর্ড : লিভার সিরোসিসে খালেদার ব্লিডিং হচ্ছে

আগের সংবাদ

সর্বত্র শোকের ছায়া : থেমে গেল জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের চরণযুগল

পরের সংবাদ

বিরামপুরে ৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে গতকাল সোমবার বিজিবির আটক করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ২০১৯ সালের ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য আটক করেন। মাদকের মধ্যে রয়েছে ৩৫ হাজার বোতল ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার দেশি মদ, ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ১৩ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন- বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার, বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লা আবেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অহিদুন্নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজিউর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়