মেডিকেল বোর্ড : লিভার সিরোসিসে খালেদার ব্লিডিং হচ্ছে

আগের সংবাদ

সর্বত্র শোকের ছায়া : থেমে গেল জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের চরণযুগল

পরের সংবাদ

নির্বাচনী সুযোগ! ইউনিয়ন পরিষদের জমিতে টিনের ছাপরা নির্মাণ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউপি নির্বাচনের সুযোগে রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের জমি দখল করে টিনের ছাপরা উত্তোলন করার অভিযোগ উঠেছে। নির্বাচনের দিন রবিবার রাতে ওই টিনের ছাপরা উত্তোলন করেন উপজেলার জঙ্গল গ্রামের সুরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সুধাময় বিশ্বাস ওরফে ক্ষুদে।
জঙ্গল বাজারের মধ্যে মুল্যবান ইউনিয়ন পরিষদের এ জমি সুযোগে রাতের অন্ধকারে উত্তোলন করায় বাজার ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বাড়ির ওপর থেকে ঘর তৈরি করে নির্বাচনের রাতের অন্ধকারে সুযোগ বুঝে ঘরটি উত্তোলন করা হয়েছে। আমরা প্রশাসনকে অবহিত করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে দখলকারী সুধাময় বিশ্বাস ওরফে ক্ষুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। জঙ্গল ইউনিয়ন পরিষদের সচিব তরুণ কুমার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়