মেডিকেল বোর্ড : লিভার সিরোসিসে খালেদার ব্লিডিং হচ্ছে

আগের সংবাদ

সর্বত্র শোকের ছায়া : থেমে গেল জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের চরণযুগল

পরের সংবাদ

দুর্গাপুরে নির্বাচনে হেরে প্রার্থীর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল অনুকূলে না আসার কষ্ট নিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. হাবিবুর রহমান (৩৮) নামে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে তাকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫নং বাকলজোড়া ইউনিয়ন থেকে হাবিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে পরাজিত হলেও আশানুরূপ ভোট না পাননি।
গতকাল সকাল থেকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় পরিবারের লোকজন দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। চেয়ারম্যান পদে ওই ইউনিয়ন থেকে ৩ হাজার ৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়