মেডিকেল বোর্ড : লিভার সিরোসিসে খালেদার ব্লিডিং হচ্ছে

আগের সংবাদ

সর্বত্র শোকের ছায়া : থেমে গেল জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের চরণযুগল

পরের সংবাদ

চাটখিলে ২ দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : জেলার চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা করা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেলার উদ্বোধনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার সভাপতিত্বে আলোচনা সভা উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মল্লিকা দীঘিরপাড় মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মান্নান, শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা উপজেলা মাঠে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়