মাহমুদুর রহমান মান্না : খালেদা জিয়া এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন

আগের সংবাদ

ওমিক্রন ঠেকাতে চার সুপারিশ

পরের সংবাদ

২৭ দিন বন্ধ থাকার পর খুলল চমেক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : হবু চিকিৎকরা যাতে আর নিজেদের মধ্যে মারামারি করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে না পারেন তাই কঠোর পুলিশি পাহারায় গতকাল শনিবার খুলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। টানা ২৭ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকালে ক্লাসে বসেন শিক্ষার্থীরা। শুক্রবার ছাত্রী হোস্টেল খুলে দেয়া হলেও আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ছাত্রদের ছাত্রাবাস। ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকছে।
চমেক শিক্ষার্থীরা বলেছেন, ক্যাম্পাসে ব্যাপক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ছাত্রাবাস বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ক্লাসে আসেননি। যারা এসেছেন তারাও ভয়ের মধ্যে ক্লাস করছেন। তাদের পরিবারও শঙ্কিত। সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) শহীদুল ইসলাম বলেন, যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অর্ধশতাধিক পুলিশ ক্যাম্পাসে মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত ৩০ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চমেক। পরে তদন্ত প্রতিবেদন অনুসারে ২৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় ৩১ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত এসব শিক্ষার্থী সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়