মাহমুদুর রহমান মান্না : খালেদা জিয়া এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন

আগের সংবাদ

ওমিক্রন ঠেকাতে চার সুপারিশ

পরের সংবাদ

হেলথ ল্যাব চালু করল হুয়াওয়ে

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চীনের ডংগুয়ান প্রদেশের সোংশান লেকে বৃহত্তম হেলথ ল্যাব চালু করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। স্মার্ট হেলথ ও ফিটনেস ওয়্যারেবল ডিভাইসের ব্যবহার বিস্তারে ও সহায়তা প্রদানে এটি স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্ট ওয়্যারেবল ডিভাইস-সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ২০ কোটি ইউয়ান ব্যয়ে এ হেলথ ল্যাব স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এটি হুয়াওয়ের বিদ্যমান ল্যাবগুলোর মধ্যে সবচেয়ে বড়। সেসঙ্গে এখানে স্মার্ট ওয়্যারেবল সম্পর্কিত সব বিষয়ের জন্য ৮০টির বেশি সিমুলেশন পরীক্ষার সুবিধা রয়েছে। ল্যাবটি হুয়াওয়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী দলকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে কাজ করার পাশাপাশি স্মার্ট ডিভাইসের উন্নয়নে সহায়তা করবে। নতুন ল্যাবটি চীনের জিয়ানে হুয়াওয়ের বিদ্যমান ল্যাবে অত্যন্ত প্রয়োজনীয় সক্ষমতা ও সম্ভাবনা যোগ করেছে, যা স্বাস্থ্য ও সুস্থতার জন্য উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়