মাহমুদুর রহমান মান্না : খালেদা জিয়া এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন

আগের সংবাদ

ওমিক্রন ঠেকাতে চার সুপারিশ

পরের সংবাদ

সম্মেলন স্থগিত করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে আসন্ন মন্ত্রিপর্যায়ের সম্মেলন স্থগিত করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। আগামী সপ্তাহে সম্মেলনটি হওয়ার কথা ছিল। খবরে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকির কারণে গত শুক্রবার সম্মেলনটি স্থগিত ঘোষণা করা হয়। গত চার বছরের মধ্যে এবার সংস্থাটির সবচেয়ে বড় সম্মেলন হওয়ার কথা ছিল।
ডব্লিউটিও এক বিবৃতিতে জানিয়েছে, কোভিডের নতুন ধরন শনাক্ত হওয়ায় সদস্য দেশগুলো আসন্ন সম্মেলনটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। বিধিনিষেধের কারণে জেনেভার অনুষ্ঠিতব্য কনফারেন্সে অনেকেই উপস্থিত হতে পারবেন না বলে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবরে আরো বলা হয়, পুনঃনির্ধারিত বৈঠকের জন্য কোনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা বলেছেন, স্থগিত হওয়ার অর্থ এই নয় যে আলোচনা বন্ধ করা উচিত। প্রতিনিধি দলগুলোর উচিত যতটা সম্ভব শূন্যস্থান পূরণ করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়