মাহমুদুর রহমান মান্না : খালেদা জিয়া এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন

আগের সংবাদ

ওমিক্রন ঠেকাতে চার সুপারিশ

পরের সংবাদ

ডিবি সেজে স্বর্ণ ছিনতাই : ডিএনসি কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুরান ঢাকার তাঁতিবাজার থেকে এক ব্যবসায়ীর ৯০ ভরি ওজনের দুটি স্বর্ণের বার ছিনিয়ে নেয়ার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই মাহমুদুর রহমান গতকাল শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। চার্জশিটভুক্ত বাকি আসামিরা হলো- ডিএনসির মুন্সীগঞ্জ জেলার এ এস আই এনামুল হক, সিপাহি আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, গাড়িচালক ইব্রাহিম শিকদার, তাঁতিবাজারের জীবন পাল, হারুন মুন্সী ও রতন কুমার সেন। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ১৭০/৩৯৫/৪১২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ চার্জশিট দাখিল করা হয়েছে। তবে আসামিরা জামিনে রয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চার্জশিটটি দেখে বিচারের জন্য মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দিয়েছেন। এর আগে গত ১২ জানুয়ারি পুরান ঢাকার জিন্দাবাহার লেনের স্বর্ণ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান তার ৬০ লাখ টাকা মূল্যের ৯০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগে কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, গত ৭ জানুয়ারি ৯০ ভরি স্বর্ণ কিনে গাড়িতে ওঠার সময় ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত কয়েক ব্যক্তি বাদীকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে তা লুট করেন। পরে পুলিশ ভুক্তভোগী ব্যবসায়ীর দুই কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদে করলে, তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব হোসেনের নাম জানান। পরে সব আসামিকে গ্রেপ্তার করে সাকিবসহ পাঁচজনকে রিমান্ডে নেয়া হয়। এরপর তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়