মাহমুদুর রহমান মান্না : খালেদা জিয়া এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন

আগের সংবাদ

ওমিক্রন ঠেকাতে চার সুপারিশ

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

অগ্নিকাণ্ড

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কুতুবদিয়া সদর বড়ঘোপ বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে গেছে। শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বড়ঘোপ বাজারে সেতু বন্ধু দাশের ক্রোকারিজের দোকান, আল-মদিনা আবির ফ্যাশন হাউস ও পাশের একটি শুঁটকি মাছের দোকানে আগুন লাগে। আশপাশের ব্যবসায়ীরা আগুনের ধোঁয়া দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। প্রায় আধাঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হন। তবে এ সময় ৩টি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময়ে আগুনের সূত্রপাত হয়ে ভোর রাতে বাইরে নজরে আসে সবার।

বীজ ও সার বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনা উপজেলায় বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল। বরকইট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান, মো. তমিজ উদ্দিন, শৈলাস চন্দ্র মজুমদার প্রমুখ।

বিদায় সংবর্ধনা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার এ?ডভোকেট শাহাব উদ্দিন কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহের এইচএসটিটিআই (অব.) পরিচালক প্রফেসর মেজর মো. আজিজ আহমেদ সাদেক রেজা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম মাহমুদ হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহের মাধ?্যমিক ও উচ্চ মাধ?্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক প্রফেসর মো. সারওয়ার জাহান ছিদ্দিকী। প্রভাষক মাজহারুল ইসলাম ও প্রভাষক সুনান আফরিন সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গফরগাঁও সরকারি কলেজের সাবেক সহকারী অধ?্যাপক মো. সিরাজুল ইসলাম, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ?্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হক ফেরদৌস প্রমুখ।

বর্ধিত সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ডাকবাংলো মিলনায়তনে যুবলীগের আহ্বায়ক মো. রায়হান আলী ভূঁইয়ার সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মো. শাহানুর ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস। যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভানু চন্দ্র দেব ও যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দানার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহ্বায়ক নাছির উদ্দীন রানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়