পুলিশের স্থাপনায় হামলার ঘটনায় মামলা : আসামি অজ্ঞাত কয়েক হাজার

আগের সংবাদ

‘ওমিক্রন’ নিয়ে সতর্ক সরকার

পরের সংবাদ

শ্রমিক নেতা তপন দত্ত : পাটের দেশে বন্ধ করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকল

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : পাটকল জাতীয়করণ ছিল ঊনসত্তরের ১১ দফার অন্যতম প্রধান দফা। বঙ্গবন্ধু পাটকলগুলো জাতীয়করণ করে গেছেন। কিন্তু আমরা রাখতে পারলাম না। পাটের রাজা বাংলাদেশ অথচ সরকারি সিদ্ধান্ত হলো পাটকলগুলো বন্ধ করে দিতে হবে। এখন বিভিন্ন শিল্প গ্রুপ পাটকলগুলো নিতে চায়। সেখানে তারা অন্য শিল্প করবে। মূল লক্ষ্য পাটকলের বিশাল পরিমাণ জমি করায়ত্ত করা। আমাদের দেশে শ্রমিকদের শোষণের জন্য মালিক ও প্রশাসন একজোট হয়ে যায়। এটা দুঃখজনক।
চট্টগ্রামে দু’দিনব্যাপী ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা-২০২১’ এর আয়োজন উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি শ্রমিক নেতা তপন দত্ত এ মন্তব্য করেন। নগরীর জামালখানে একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৯ ও ৩০ নভেম্বর নগরীর জে এম সেন হলে চতুর্থবারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়