পুলিশের স্থাপনায় হামলার ঘটনায় মামলা : আসামি অজ্ঞাত কয়েক হাজার

আগের সংবাদ

‘ওমিক্রন’ নিয়ে সতর্ক সরকার

পরের সংবাদ

মনোনয়ন জমা দিলেন ৩৪৫ প্রার্থী

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মাইনুল হক সান্টু, চারঘাট, রাজশাহী থেকে : চারঘাটে আসন্ন ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। গত বৃহস্পতিবার নির্বাচন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উপজেলা নিবাচন অফিসে চেয়ারম্যান পদে ২৭ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নিবাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নিবাচন কমিশন অফিস সূত্র মোতাবেক জানা যায়, ২৫ নভেম্বর মনোয়নয় দাখিল, ২৯ নভেম্বর যাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৫ নভেম্বর বৃহস্পতিবার চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র জনা দেন। এর মধ্যে সরদহ ইউনিয়ন পরিষদে চেয়াম্যান পদে ৩ জন হলেন- হাসানুজ্জামান মধু (আ.লীগ), মতিউর রহমান তপন (ওয়াকার্স পার্টি), মতলেবুর রহমান (স্বতন্ত্র), নিমপাড়া ইউনিয়নে ৭ জনের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন- অধ্যক্ষ মনিরুজ্জামান (আ.লীগ), আব্দুল কুদ্দুস পলাশ (স্বতন্ত্র), সুজন আলীসহ (স্বতন্ত্র) আরো ৪ জন স্বতন্ত্র প্রার্থী, ইউসুফপুর ইউনিয়নে মনোয়নপত্র জমা দেয়া উল্লেখযোগ্য প্রার্থী হলেন- শফিউল আলম (আ.লীগ), রেজাউল করিম (স্বতন্ত্র), আরিফুল ইসলাম মাখনসহ (স্বতন্ত্র) আরো ২ জন স্বতন্ত্র প্রার্থী, চারঘাট ইউনিয়নে ৩ জন হলেন- ফজলুল হক (আ.লীগ), মোজাম্মেল হক (স্বতন্ত্র), তোতা মিয়া (স্বতন্ত্র), ভায়াল²ীপুর ইউনিয়ন পরিষদে ৪ জন প্রার্থী হলেন- আব্দুল মজিদ প্রাং (আ.লীগ), আমিনুল ইসলাম (স্বতন্ত্র), জাহাঙ্গীর আলম (জাতীয় পার্টি), শওকত আলী বুলবুল (স্বতন্ত্র), শলুয়া ইউনিয়ন পরিষদে ৭ জন হলেন- আবুল কালাম আজাদ (আ.লীগ), ইমরান আলী (জাতীয় পার্টি), জিয়াউল হক মাসুম (স্বতন্ত্র), আবুল কালাম আজাদসহ (জামায়াত) আরো ৩ জন স্বতন্ত্র প্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, প্রার্থীরা শিষ্ঠাচার মেনে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়