পুলিশের স্থাপনায় হামলার ঘটনায় মামলা : আসামি অজ্ঞাত কয়েক হাজার

আগের সংবাদ

‘ওমিক্রন’ নিয়ে সতর্ক সরকার

পরের সংবাদ

পাহাড়ে অভিযান : একে-৪৭’সহ গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাঙ্গামাটি : রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বাম ত্রিপুরাপাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার সকালে দুর্গম পাহাড়ের নানিয়ারচর জোনের অভিযানে একে-৪৭, বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ, আড়াই লাখ টাকা, চাঁদাবাজির রসিদ ও পোশাক উদ্ধার করা হয়। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে একটি ঘর থেকে একটি একে-৪৭, বিদেশি পিস্তল, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়