লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

হামনায় সংবাদ সম্মেলন : সুষ্ঠু নির্বাচন চান নৌকার প্রার্থী

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নে প্রাণনাশের হুমকি, কেন্দ্র দখল, ভোট ডাকাতির পরিকল্পনার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সিদ্দিকুর রহমান। গত বুধবার রাতে উপজেলার ঘনিয়ারচর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকবল পাঠানের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে কিছু মহল তার বিরুদ্ধে নানা রকম কটূক্তি ও কুৎসা রটাচ্ছে। নৌকার প্রার্থী আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী মোকবল পাঠান (ঘোড়া) এলাকায় একটি গোপন বৈঠক করেন। সেখানে তিনি নির্বাচনের আগের রাতে তাকে (সিদ্দিকুর রহমান) বেঁধে ফেলা এবং কেন্দ্র দখল করে ভোট ডাকাতির পরিকল্পনা করেন। যার একটি অডিও ক্লিপও রয়েছে বলে জানান। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়