লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

সড়ক পরিবহন মালিক সমিতি : রাঙ্গা সভাপতি এনায়েত উল্যাহ মহাসচিব

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মসিউর রহমান রাঙ্গা এমপি ও খন্দকার এনায়েত উল্যাহ আবারো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মসিউর রহমান রাঙ্গা সভাপতি এবং খন্দকার এনায়েত উল্যাহ মহাসচিব হিসেবে ২০২১-২২ ও ২০২২-২৩ সালে সংগঠনকে পরিচালনার জন্য নির্বাচিত হন। অধিবেশনে একই সঙ্গে সমিতির সংবিধান অনুযায়ী ১২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিও গঠন করা হয়।
এর আগে গতকাল সকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন শুরু হয়। মশিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে প্রথম অধিবেশনে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিলে ৭০০ জন কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়