লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

পরীমনির রিমান্ড : দুই বিচারকের বিষয়ে রায় পেছাল

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস এবং আতিকুল ইসলামের বিষয়ে রায়ের দিন পিছিয়েছেন হাইকোর্ট। শীতকালীন অবকাশ শেষে ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। যদিও তাদের বিষয়ে গতকাল রায় ঘোষণার দিন ধার্য ছিল।
আদালতে পরীমনির পক্ষে ছিলেন এডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
গত ৩১ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্ট দুই বিচারক (ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন করেন। ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে তারা সতর্ক থাকবেন বলে অঙ্গীকারও করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়