লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

ধুনটে সড়ক নির্মাণকাজ শুরু

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পৌর এলাকার ফায়ার সার্ভিস মোড় থেকে থানা মোড় পর্যন্ত কার্পেটিং দ্বারা সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। ১ হাজার ৩১৫ মিটার সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জননী কনস্ট্রাকশন সড়কটির নির্মাণকাজ করছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সড়কটির কার্পেটিং কাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এ সময় ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদী হক, পৌর কাউন্সিলর মুঞ্জিল হোসেন, রফিকুল ইসলাম, আলী আজগর মান্নান, রঞ্জু মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়