লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

টিকাদান কর্মসূচি শুরু আদমজী ইপিজেডে

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আদমজী ইপিজেড গত বুধবার ৪৯টি কারখানার শ্রমিকদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু করেছে। ইপিজেড কর্তৃপক্ষের ৭ দিনের এ কর্মসূচির প্রাথমিক পর্যায় ৫ হাজার শ্রমিককে টিকা প্রদান করেছে। পরবর্তীতে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই কর্মসূচির আওতায় আদমজী ইপিজেডের মোট ৫৪ হাজার ৪৪৬ জন শ্রমিককে টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে জোনের অভ্যন্তরে ৭টি কেন্দ্রে ১৭টি বুথ স্থাপন করা হয়েছে। আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আহসান কবীর এবং নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ যৌথভাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ইপিজেডে নিরবচ্ছিন্ন উৎপাদন ও রপ্তানি প্রবাহ বজায় রাখার পাশাপাশি নিরাপদে সব শ্রমিকের ভ্যাকসিন নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইপিজেডের ৫ লাখ শ্রমিককে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য বেপজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে, বেপজা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় ইপিজেডের সব কর্মীকে এ কর্মসূচির আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়