লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

আগৈলঝাড়া : নির্বাচনপরবর্তী সহিংসতায় আহত ৬

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনপরবর্তী সহিংসতায় ৫টি বসতঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজয়ী প্রার্থী সোহেল মোল্লা জানান, গত ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মোরগ মার্কার প্রার্থী আজিজুল শাহ এবং আমার নির্বাচনী ফলাফল সমান হওয়ার কারণে ২৪ নভেম্বর আবার পুনরায় আমাদের দুজনের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে টিউবয়েল মার্কার আরেক পরাজিত প্রার্থী নাছির শাহ আমাকে সমর্থন দেয়।
পরাজিত প্রার্থী আজিজুল শাহ জানান, আমার কোনো সমর্থকরা বিজয়ী প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘরে হামলা ও মারধর করেছে কিনা তা আমার জানা নেই। এ ঘটনায় বুধবার রাতে বিজয়ী প্রার্থী সোহেল মোল্লার সমর্থক শামচুল হক শাহের ছেলে জুলহাস শাহ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে থানার উপপরিদর্শক নাছির উদ্দিনকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়