বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

হাফ পাস ভাড়া কার্যকর করুন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য। গণপরিবহনে সাধারণ যাত্রীদের জিম্মি করে পরিবহন চালক হেলপাররা সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে ইচ্ছামতো ভাড়া আদায় করছে, ফলে প্রতিনিয়ত পরিবহন চালক হেলপারদের সঙ্গে সাধারণ যাত্রীদের চলছে বাকবিতণ্ডা এবং অনেক ক্ষেত্রে হাতাহাতির ঘটনাও ঘটছে। যা প্রতিদিনের সংবাদপত্রের পাতায় আসছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষার্থীদের হাফ পাস ভাড়া। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু থাকলেও অনেক গণপরিবহন তা মানে না এবং বেশ কিছু যানবাহনে লেখা থাকে ‘হাফ পাস নেই’। যার ফলে গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ পাস ভাড়া নিয়ে চালক হেলপাররা করছে বাড়াবাড়ি। যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। ভাড়া নিয়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তা, সরকারি তিতুমীর কলেজের ৪ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, ইম্পেরিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করার সংবাদ পত্রিকার পাতায় এসেছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা আমার আপনার সন্তান। হাফ পাস ভাড়া শিক্ষার্থীদের অধিকার এটা দীর্ঘদিন ধরে চলে আসার কারণে নিয়মে পরিণত হয়েছে, যদিও এটার আইনগত কোনো ভিত্তি নেই তবুও এটা রীতি হয়ে গেছে। পাকিস্তান আমলে শিক্ষার্থীরা আন্দোলন করে হাফ পাস ভাড়ার অধিকার আদায় করেছিল। দেশের বাইরে বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘেœ যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখা সবার উচিত। শিক্ষার্থীরা শিক্ষার আলোয় দেশকে আলোকিত করবে। দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবে। আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের জন্য কিছুটা সুযোগ-সুবিধা দেয়া উচিত বলে মনে করেন সচেতন সমাজ। যদিও পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মৌখিক নির্দেশনা দিয়েছিলেন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার জন্য, কিন্তু তা মানছে না অধিকাংশ চালক হেলপার। সে পরিপ্রেক্ষিতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস ভাড়া আইনগতভাবে করে দেয়া উচিত বলে মনে করছে শিক্ষার্থীরা, যাতে সব যানবাহন আইনটা মেনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিয়ে থাকে। পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা উচিত। শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিয়ত যানবাহন চালক এবং হেলপারদের মধ্যকার এ সমস্যা নিরসন হোক। গড়ে উঠুক সুসম্পর্ক।
বিভাস গুহ
শিক্ষক, ঢাকা।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়