বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ গান

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। সেখানে শামিল হচ্ছেন সংগীতশিল্পীরাও। তৈরি করা হয়েছে ৫০টি মৌলিক গান।
যার উদ্যোগ নিয়েছেন তরুণ সংগীতশিল্পী মুনতাসির তুষার। এতে গাইছেন কুমার বিশ্বজিৎ, মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ অনেকে। বিভিন্ন গীতিকারের লেখা গানগুলোর সুর-সংগীত করছেন মুনতাসির তুষার নিজে।
তিনি জানান, সব গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শেষের কিছু কাজ বাকি আছে। শুধু গান নয়, থাকছে ভিডিও। ডিসেম্বর থেকে প্রতি মাসে ১০টি করে ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এগুলো আনবে প্রযোজনা প্রতিষ্ঠান অক্ষর রেকর্ডস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়