বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

শেকৃবি-ইউনিমাস সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সঙ্গে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকের (ইউনিমাস) মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার ভার্চুয়াল মাধ্যমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শেকৃবির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এবং ইউনিমাসের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতুক ড. মোহাম্মদ খাদিম সাউদি স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ফিশারিজ, অ্যাকোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন, প্রফেসর ড. এ. এম. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং অন্যান্য অনুষদের ডিনেরা।
ইউনিমাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওয়ান হাসিম ওয়ান ইব্রাহিম এবং রিসোর্স সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অ্যাসোসিয়েট প্রফেসর ড. শামসুর মোহাম্মদ এবং অন্য শিক্ষকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়