বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

রামগঞ্জে ৮ ইউপির সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রামগঞ্জ (ল²ীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৮টির সবকয়টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও ভোটাররা। আগামী ২৮ নভেম্বর রামগঞ্জ উপজেলায় ১০টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দরবেশপুর ও করপাড়া ইউনিয়ন ব্যতীত ঝুঁকিপূর্ণ ইউনিয়ন কাঞ্চনপুর, নোয়াগাঁও, ভাদুর, ইছাপুর, চন্ডিপুর, লামচর, ভোলাকোট ও ভাটরা ইউনিয়নের সবকয়টি ভোটকেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ বলে জানান এ সব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা। তারা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে প্রশাসন বলেছে রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে সবকয়টি ভোটকেন্দ্রে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়