বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

মহাদেবপুরে বিক্ষোভ : তিন ইউপিতে আ.লীগের প্রার্থী বদলের দাবি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুরে আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশে উত্তপ্ত হয়ে উঠেছে তিন ইউনিয়ন। গতকাল বুধবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নে এবং আগের রাতে হাতুড় ও রাইগাঁ ইউনিয়নের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাজুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনকে দেয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে উপজেলার কুঞ্জবন বাজারে আওয়ামী লীগসহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করে। এ সমাবেশে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাছের আলী মণ্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবি করা হয়। হাতুড় ইউনিয়নে মো. মোশারফ হোসেনকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। এ মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাহলী মোড়ে দলীয় নেতাকর্মীরা গত রবিবার থেকে বিক্ষোভ সমাবেশ করে আসছে। হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আয়নাল হক, যুবলীগ নেতা নওফেল আলম প্রমুখ। অপরদিকে রাইগাঁ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আরিফুর রহমান আরিফকে দেয়া মনোনয়ন বাতিল করে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মুঞ্জুকে মনোনয়ন দেয়ার দাবিতে রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাটে দলীয় কর্মীরা গত কয়েক দিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। মঙ্গলবার বিকালে রাইগাঁ বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফেরদৌস বিদ্যুৎ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়