বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

ব্রিটিশ রানিকে ‘রাষ্ট্রপ্রধান’ পদ থেকে সরাচ্ছে বারবাডোজ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : একসময়কার ব্রিটিশ উপনিবেশ বারবাডোজ আগামী সপ্তাহে রানি এলিজাবেথকে তাদের রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিতে যাচ্ছে। প্রায় ৪০০ বছর আগে ক্যারিবীয় দ্বীপটিতে ইংরেজদের প্রথম জাহাজ যাওয়ার পর থেকে ব্রিটিশ সা¤্রাজ্যের সঙ্গে তাদের যে সম্পর্ক, রাষ্ট্রপ্রধান হিসেবে থাকা রানির নাম বাদ দেয়ার মাধ্যমে তার চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। তবে রানি এলিজাবেথ এখনো বারবাডোজ এবং আরো ১৫টি দেশের রানি। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকা। খবর বার্তা সংস্থা রয়টার্স।
রানির নাম ছেঁটে ফেলাকে বারবাডোজ দেখছে আত্মবিশ্বাসের প্রতীক এবং ঔপনিবেশিক ইতিহাসের দানবদের সঙ্গে সম্পর্ক ছিন্নের উপায় হিসেবে। বারবেডোজের ইতিহাসবিদ অধ্যাপক হিলারি বেকলস বলেন, মনে, দেহে ঔপনিবেশিক শোষণের কাহিনী এখানেই শেষ। রানির নাম ছেঁটে ফেলাকে বারবাডোজের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চল এবং উত্তর-উপনিবেশিক সকল সমাজের জন্য ঐতিহাসিক ক্ষণ বলেও আখ্যা দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের এ ভাইস চ্যান্সেলর আরো বলেন, এই দ্বীপের জনগণ কেবল স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেনি, সংগ্রাম করেছে নিজেদেরকে ঔপনিবেশিক ও সা¤্রাজ্যবাদীদের অত্যাচার থেকে মুক্ত করতেও।
রয়টার্স জানায়, নিজেদের স্বাধীন ঘোষণার ৫৫ বছর পর বারবাডোজ প্রজাতন্ত্রে রূপান্তরিত হচ্ছে, মুক্ত হচ্ছে প্রায় সব ঔপনিবেশিক বন্ধন থেকে, যে বন্ধনের সূত্রপাত হয়েছিল ১৬২৫ সালে। ওই বছর ইংরেজদের একটি জাহাজ রাজা প্রথম জেমসের নামে দ্বীপটির দখল নিয়েছিল।
বারবাডোজ তাদের ‘হেড অব স্টেট’ থেকে রানিকে ছেঁটে ফেলার মধ্য দিয়ে অন্যান্য সাবেক ব্রিটিশ কলোনি দেশগুলোকেও ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উৎসাহ জোগাতে পারে। এমন এক সময়ে ক্যারিবীয় দ্বীপ দেশটি তাদের মাথার উপর থেকে রানিকে সরিয়ে দিতে যাচ্ছে, যখন ব্রিটিশ রাজপরিবারও এলিজাবেথের প্রায় ৭০ বছরের রাজত্ব শেষে প্রিন্স চার্লসের অভিষেকের দিন গুনছে। প্রজাতন্ত্রে উত্তরণ উদ?যাপনে বারবাডোজ রাজধানী ব্রিজটাউনের অনুষ্ঠানগুলোয় প্রিন্স চার্লসেরও অংশ নেয়ার কথা রয়েছে। আর বাকিংহাম প্যালেস এ বিষয়ে বলেছে, রানির নাম থাকবে কী থাকবে না, এটি বারবাডোজের জনগণের বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়