বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

বিজিবির অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫ (পাঁচ কোটি) টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানতে পারে, আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে, এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে একটি বিশেষ টহল দল আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণের মাঠের ভেতর অবস্থান নেয়। আনুমানিক রাত ২৩টায় ওই লবণ মাঠ এলাকা দিয়ে ২-৩ জন দুষ্কৃতিকারী ব্যক্তিকে ১টি সাদা চটের ব্যাগ নিয়ে আসতে দেখে। টহল দল তাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হয়। দুষ্কৃতিকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে দিয়ে রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে টহল দল মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ১টি ব্যাগ থেকে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। বিজ্ঞপ্তি।

উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ সীমান্তের দায়িত্বভার নেয়ার পর হতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, মানবপাচারসহ সীমান্তে সংঘটিত সব প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে পেরেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়